কাজল আইচ, উখিয়া কক্সবাজার
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা আলী হোসাইন খাঁন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ শেখর ও যুবনেতা জাহেদ আলম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আজকের দিনটিকে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো দিন হিসাবে পালন করে আসছে।