শনিবার , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

উখিয়া উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন: ওসি আহম্মদ সন্জুর মোর্শেদ

প্রকাশিত হয়েছে-

নুরুল ইসলাম বিজয়ঃ- উখিয়া,

উখিয়া উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আহম্মদ সন্জুর মোর্শেদ ।

এক শুভেচ্ছা বার্তায় উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আহম্মদ সন্জুর মোর্শেদ বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। সুস্থ‌্য থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক।

আহাম্মদ সন্জুর মোর্শেদ
অফিসার ইনচার্জ, উখিয়া থানা, কক্সবাজার।