এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজিব এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনার মধ্য দিয়ে উপজেলা অডিটোরিয়াম হলরুমে শুভ উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগাম আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ ইউনুস আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব নুরুল হক খানসহ এছাড়াও ছিলেন উপজেলা নির্বাচন অফিস কম্পিউটার এডিটর ও কর্মচারি বৃন্দ।