কাজল আইচ, উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে শুরু হয়ে অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য ২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ সোমবার দুপুর ১২ ঘটিকার দিকে উখিয়া কলেজ প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্ণিংবডির সভাপতি, জনাব মোঃ নিজাম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজ পরিবারের গভর্ণিংবডির সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্ণিংবডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, প্রভাসক আমানত উল্লাহ সাকিব, সাবেক উপ অধ্যক্ষ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তৌহিদ,
এছাড়াও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের অতিথি মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন কলেজ পরিচালনা কমিটি ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারি বৃন্দরা।