সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া

উখিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উখিয়া থানা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ই মার্চ) উখিয়া থানা প্রাঙ্গনে বেলা ৪ টায় কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সাকিল আহমদ।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
আরো উপস্থিত ছিলেন
পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মঞ্জুর, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রাজাপালং ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, ইউপি মেম্বার খুরশিদা বেগম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র বাঙ্গালী জাতি’কে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণ মুক্তিকামী মানুষকে জাগ্রত করেন। যার ফলে ৯মাস যুদ্ধের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতা ঘোষণা করেন।

সন্ধ্যায় বিভিন্ন শিল্পীগোষ্ঠী নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷