মঙ্গলবার , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়া বিএনপি নেতার হাতে রাজাপালং মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র শাহেদ হামলার স্বীকার

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি, উখিয়া।

উখিয়ায় নির্বাচনী প্রতিহিংসার বশবর্তী হয়ে শাহেদ নামের এক মাদ্রাসার ছাত্রকে গুরুতরভাবে আহত করা হয়েছে। আহত শাহেদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ননের ৭নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকার ফকির আহম্মদের ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছথেকে জানা যায়। ২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ বিকেল ৪ ঘটিকার দিকে হাতির ঘোনা সিরাজের দোকানের সামনে বিএনপি নেতা ইদ্রিসের ভাই এবং ফরিদ আহম্মদের ছেলে এলাকার মাস্তান খ্যাত একলাছ সহ তার আরো ১০-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দা,লাঠিসহ নিয়ে শাহেদের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে নারকীয় হত্যা চালায়।
এসময় সন্ত্রাসীরা তার পকেট থেকে তার ব্যাবহৃত মোবাইল ও নগদ ৫০০০ টাকা ছিনতায় করে।

এই সময় শাহেদের অবস্থা গুরুতর দেখে এলাকাবাসীরা শাহেদ কে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে উখিয়া হাসপাতালে নিয়ে আসে।

হামলার ব্যাপারে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন” গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া হলদিয়া পালংয়ের ইউপি নির্বাচনের সময় শাহেদ, সন্ত্রাসী একলাছের বড়ভাই বিএনপি নেতা ইদ্রিসকে সমর্থন না করে, তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার শাহ জাহানকে সমর্থন করে।
তারই ধারাবাহিকতায় গত ১১ই নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে যাওয়ার পর থেকেই ইদ্রিস এবং তার ভাইয়েরা শাহেদ আর ওর পরিবারকে নানারকম হুমকি দিয়ে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ বিকালে এখালাছ আর তার সন্ত্রাসী বাহিনী মাদ্রাসার ছাত্র শাহেদের উপর এই নারকীয় হামলা চালায়।

বর্তমানে শাহেদ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছে বলে জানা গেছে।