বুধবার , ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়া বিদ্যুৎ স্পর্শে ধানের গারিতে আগুন ও তিন ভিগা জমিনের ফসলের কয়ক্ষতি

প্রকাশিত হয়েছে-

ওমর ফারুক (উখিয়া),

উখিয়া উপজেলা আওতাধীন রত্নাপালং ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকায়, করইবনিয়া মসজিদের পূর্বে বিদ্যুৎ স্পর্শে ধানের গারিতে আগুন ফসলের কয়ক্ষতি।

তথ্য সুত্রে জানা যায়, অদ্য ২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় করইবনিয়া এলাকার বিদ্যুৎ লাইন তৃতীয়তে বৈদ্যুতিক খুঁটি কম ও রাস্তায় অতিরিক্ত বেশি ঝুলে পড়াতে এই বিষ্ময়কর ঘঠনা ঘঠে।

ফসলের মালিক মৃত আমির হামজার ছেলে ছৈয়দ হুসাইন ধান মুড়াতে গারি নিতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে সংঘর্ষ হয়।
পরে তাঁর ছিড়ে গারিও ৩ভিগা জমিনের পাখনা ফসল আগুনে জলে যায়।

ঘঠনা স্থলে উপস্থিত ছিলেন এলাকার যোগ্য ব্যাক্তি মকবুল মুরশেদ, ছৈয়দ আলম,কামাল প্রমুখ।