শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি সমাহার ডিসপ্লে পরিদর্শন ও ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ শুভ উদ্বোধন করা হয়।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসাইন সিরাজী, উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উপ কৃষি কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজী’র সঞ্চালনায় ও আরো থাকছেন অপরাপর উপজেলা কর্মকর্তা সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

“স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি” তাঁরোই অংশ বিশেষ উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ ও ৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন রকমারি সমাহারের ডিসপ্লে পরিদর্শন করার মধ্যে দিয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ পালিত হচ্ছে।

বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন উপকরণ সমাহরের ডিসপ্লে প্রতিযোগীতা মূলক অংশ নিয়েছেন উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে থেকে
পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, থাইংখালী উচ্চ বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ,পালংখালী সরকারি উচ্চ বিদ্যালয়, মরিচ্যাপালং সরকারি উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া পালং সরকারি উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, উখিয়া ডিগ্রি কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, ফারির বিল মিনহাজুল কোরআন আলিম মদ্রাসা, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞান প্রযুক্তি বিষয় নিয়ে বিভিন্ন আলোচনার বক্তব্যের আগে, বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠান শুভ উদ্বোধন করে, শেষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তির ডিসপ্লে সমাহারের পরিদর্শন করেন অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষীকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।