বৃহস্পতিবার , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়া হাতিমোড়ায় আসছেন মরহুম আল্লামা সাঈদীর (রহ:) এর ছেলে শামীম সাঈদী

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

উখিয়ার পূর্ব দরগাহ বিল হাতিমোরা ‘ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদ’র উদ্যোগে আয়োজিত সীরতুন্নবী(সঃ) মাহফিলে আসছেন বিশ্ববরেণ্য মুফাচ্ছির শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বর্তমান সময়ের আলোচিত বক্তা, আল্লামা শামীম সাঈদী।

বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ বোরহান উদ্দিন রাব্বানী বলেন, ৩০ ডিসেম্বর-২০২৪ খ্রি: সোমবার হাতিমোড়া ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন আল্লামা শামীম সাঈদী।মাহফিলে সভাপতিত্ব করবেন, পূর্ব দরগাহ বিল ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ছৈয়দ আকবর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল-মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল ও আগ্রাবাদ মহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা উসমান গণি পাটোয়ারী।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।