শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন পালিত হয়েছে

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক, উখিয়া।

কক্সবাজারের উখিয়া উপজেলার সুনামধন্য সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাব-উখিয়া’ সদস্য বৃন্দদের উপস্থিততে উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র সম্মানিত সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪.৩০ মিনিটে।

উক্ত জন্মদিন অনুষ্ঠান কেক কাটার মধ্যে দিয়ে ঝাঁকঝমক ভাবে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সফল সভাপতি এম আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজি, উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মফিজুল আলম, ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন জয়, সাংবাদিক নেতা ইকবাল বাহার চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ কাসেদ নুর,নির্বাহী সদস্য(১)জয়নাল উদ্দিন, নির্ভীক কলম সৈনিক সাংবাদিক ইমরান হোসাইন জাহেদ, সংবাদকর্মী জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের কক্সবাজারের উখিয়া প্রতিনিধি সালাহউদ্দিন, সংবাদকর্মী খালেকুজ জামান বিপ্লব, সাংবাদিক রাসেলসহ সদস্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত শুভ জন্মদিন অনুষ্ঠান যথাযথ ভাবে পালিত হয়েছে। পরিশেষে সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী’র দীর্ঘ আয়ু কামনা করে মহান রবের নিকট দোয়া প্রার্থনার মধ্য দিয়ে শুভ জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।