মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন তুরষ্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আজ ১০ই জানুয়ারী রবিবার হাটহাজারী মাদরাসার পরিদর্শন করেছেন তুরষ্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ।সকাল ১০টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁদের অভ্যর্থনা জানান মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী।এরপর তাঁরা হেফাজত আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।শেখ ওয়াসি কায়া হেফাজত আমীরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবিহিত করেন।

পরে তাঁরা মাদ্রাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারীর ক্লাসে বসেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরবর্তীতে তাঁরা মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে মাদ্রাসার পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্যানেল মুহতামিম মুফতী আব্দুস সালাম চাটগামী,প্যানেল মুহতামিম আল্লামা শেখ আহমদ,মাওলানা শোয়াইব,মুফতী জসীম উদ্দিন,মুফতী কিফায়াতুল্লাহ,মাওলানা ওমর কাসেমী,মাওলানা ফোরকান আহমদ,মাওলানা,মাওলানা নূরুল আবছার আযহারী, মাওলানা মুহাম্মদ,মাওলানা শফিউল আলম প্রমূখ।