মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

একসঙ্গে জন্মালো ৩ শিশু নাম রাখা হলো হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- :

এবার বিরামপুরে ৩ নবজাতকের নাম রাখা হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তাদেরও নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার থানা সড়কের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।
ওই প্রসূতির নাম সাদিনা বেগম। তিনি উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয়। পরে সাদিনা বেগম তাদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখেন। মা ও সন্তানরা সুস্থ আছেন। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।