সোমবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এক নজরে, হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসা, স্থাপিতঃ-২০০৪ ইং, ডেইলপাড়া উখিয়া কক্সবাজার।

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া।

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের সুপরিচিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৭নং ওয়ার্ডের ডেইলপাড়া গ্রামের হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসাটি ডেইলপাড়া মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন সংলগ্ন পূর্ব পাশ্বে তিন রাস্তার মুখে ৬ গন্ডা জমিতে প্রথমে বাঁশের বেড়া দিয়ে একটি মসজিদ নির্মিত হয়। ১বছর পর কমিটির সাথে মাওলানা সৈয়দ হামজা সাহেব হুজুর পরামর্শ করে একটি হেফজ বিভাগ প্রতিষ্ঠিত করেন এবং হেফজ বিভাগের পাশাপাশি নুরানী কেজি বিভাগও তৃতীয় শ্রেণি পর্যন্ত রয়েছে।

এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ১৮ বছর, এই পর্যন্ত প্রতিবছর নিয়মিত ৪-৫ জন করে হেফজ সমাপ্ত করে দস্তারবন্দী / পাগড়ী প্রদান করা হয়।

এই প্রতিষ্ঠানের ছাত্ররা হেফজ সমাপ্ত করে বিভিন্ন মাদ্রাসায়, মাছুয়াখালী মাদ্রাসা, পোকখালী মাদ্রাসা, পটিয়া ও হাটহাজারী এসব মাদ্রসার কিতাব বিভাগে ভর্তি হয়েছেন,

অত্র মাদ্রাসার স্বনামধন্য কমিটির পক্ষ মুহতামিম মাওলানা সৈয়দ হামজা সাহেব।