শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এনজিও IMO এর পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির সামগ্রী ও নগদ ৩০০০ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

অদ্য ১৬ নভেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে টেকনাফ শাহ্ পরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের বাজার পাড়া বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে এনজিও IMO এর পক্ষ থেকে সাবরং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি (WDMC) ভিডিসি’র সদস্যসহ ১৮০ জন কে নগদ ৩০০০ টাকা ও তিন টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির সামগ্রী মালামাল বিতরণ করা হয়।

নগদ অর্থ ও সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন টেকনাফ সাবরং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা ফারিহা ইয়াছমিন, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক, জনাব আব্দুল মান্নান, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত জনপ্রতিনিধি, সমাজ সেবক জনাব আব্দুস সালাম মেম্বার।

এছাড়া মহিলা মেম্বার ফারিহা ইয়াছমিন
এনজিও IMO এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।