বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

এবার চার্লি এবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোয়ান

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আপত্তিজনক কার্টুন প্রকাশ করায় চার্লি এবদোর বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গতকাল বুধবার (২৮ অক্টোবর) এরদোয়ানের আইনজীবী হুসেই আদিন আঙ্কারা কৌঁসুলি অফিসে এই মামলা করেন।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের ঐ ব‍্যঙ্গচিত্র ‘অপরাধমূলক কুৎসা’ এবং এটা ‘বাক স্বাধীনতার অন্তর্গত নয়’ উল্লেখ করে ঐ মামলা করা হয়েছে।

‘তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কে অপমান’ করায় ইতোমধ্যেই চার্লি এবদোর বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে তুরস্কের কৌঁসুলিরা।

এরদোয়ানের আইনজীবী হুসেই আদিন জানান, এরদোয়ান তার বিরুদ্ধে আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। ঐ মামলায় ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে আসামি করা হয়েছে।

তুরস্কের ফৌজদারি আইন অনুযায়ী দেশটির প্রেসিডেন্টকে অপমান করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

অপরদিকে ধারণা করা হচ্ছে এরদোগানের এই ধরনের আপত্তিকর কার্টুন প্রকাশের পর তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাবে।

বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সা. এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এই ঘটনা নিয়ে এরদোয়ান, ম্যাক্রোঁ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলার মধ্যেই এ ধরনের কার্টুন প্রকাশ করলো চার্লি এবদো।