শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ ও কঠিন চীবর দান উদযাপন কমিটি আয়োজিত ৬ নভেম্বর ২০২১ইং, দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুবৃন্দ ও হাজার- হাজার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

বুদ্ধ ও শ্রাবক প্রশংসিত বস্ত্রাধিরাজ শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২০২২ এ উপলক্ষে আগত পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে ১ম পর্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ, ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সহ সকলকে সশ্রদ্ধ পূজা ও বন্ধনা সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে পালন করে ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ।