শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কওমী শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ দ্রুত নিশ্চিত করতে হবে

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধঃ

 

কে এম শরীয়তুল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার কওমী বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত কওমী মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়তুল্লাহ উপরোক্ত কথা বলেন।

জেলা সভাপতি মুহাম্মাদ শরিফুল ইসলাম আজিজির সভাপতিত্বে ১৩ নভেম্বর জুমাবার সকাল ৮ টা হতে পটিয়া জিন্নুরাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,
কওমী সন্তানদের কে দারুল উলূম দেওবন্দের চারটি লক্ষ্যের অন্যতম লক্ষ্য ইলায়ে কালিমাতুল্লাহর বিষয়টি নিজেদের মাঝে ধারণ করতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব শাখার সদস্য সচিব হাফেজ আবুল কালাম ও চট্টগ্রাম দক্ষিণ শাখার সদস্য সচিব এইচ এম রুহুল্লাহ তালুকদার। এতে অন্যান্যদের মত উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি কাজী আবরার হানিফ মারুফ, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, কওমী বিষয়ক সম্পাদক এরশাদুল ইসলাম, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, পটিয়া সাংগঠনিক জেলার সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল কওমী মাদ্রাসা সমূহের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মু.আতিকুর রহমান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা [দক্ষিণ ]