মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৬,২০০ পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টারঃ- টেকনাফ,

২৩ মার্চ ২০২২ খ্রিঃ বুধবার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামস্থ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মোঃ রেদওয়ান (২০), পিতা-মৃত মনুমিয়া, মাতা-ইসলাম খাতুন, সাং-পশ্চিম সাতঘড়িয়াপাড়া, ওয়ার্ড নং-০৭, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।