মোঃ হোসেন সুমনঃ- কক্সবাজার উপজেলা প্রতিনিধি,
কক্সবাজার কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১নং ওয়ার্ড়ে যাতায়াত ধর্মীয় ভাবগাম্বী মধ্যে দিয়া ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লি। একমাস সিয়াম পালন করে আসলো ঈদুল ফিতর। সিয়াম পালনের মূল উদ্দেশ্য হলো আল্লাহুকে কাছে পাওয়া জন্য। আল্লাহুর নৈকট্য লাভের আশায়। তাই সারাবিশ্ব মুসলিম নারী পুরুষ সবাই সিয়াম পালন করেন।ঈদ মানি হলো ধনী গরীব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক সাথে খুশি করা।
এবং দুঃখ কষ্ট হানাহানি ভুলে একে অপরের সাথে মিলিত হওয়া। ও ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদেরদিন নতুন কাপড় পড়া সুন্নত ঈদেরদিন নামাজে যাওয়া সময় মিষ্টি জাতি খাবার খাওয়া ও সুন্নাত।