শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলার সেরা করদাতা হলেন,টেকনাফের উমর ফারুক

প্রকাশিত হয়েছে-

টেকনাফ উপজেলা রিপোর্টার

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রথম বারের মতো সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার বাসিন্দা মাতাব্বর হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ও গৃহিনী ফেরুজা বেগমের দ্বিতীয় সন্তান। সে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের নাতি এবং টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ মুহাম্মদ এনামুল হাসানের বড় ভাই।

বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক টেকনাফ স্থলবন্দরের মেসার্স ফারুক ট্রেডার্স এন্ড মেসার্স রাফে ট্রেডার্স(সত্বাধিকারী)।সে ২০২১-২০২২ সালে কক্সবাজার জেলার কর অঞ্চলের সবোর্চ্চ আয়কর প্রদানকারি “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।

এ দিকে টেকনাফের উমর ফারুক কক্সবাজারের সেরা করদাতা নির্বাচিত হওয়ায় বিশাল গাড়ীর বহর নিয়ে তাকে টেকনাফ মেরিন ড্রাইভে রিসিভ করেন,টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি,জিয়াউর রহমান জিয়া। টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলরও টেকনাফ পৌর প্যানেল মেয়র হাফেজ এনামুল হাসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক,এস এন কায়সার জুয়েল (সাংবাদিক) সদস্য সচিব ছৈয়দ আলম বকুল, শ্রমিক নেতা ছৈয়দ নুর, মুরশেদুল আলম বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।