মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ টি চোরাইকৃত মোবাইল উদ্ধারসহ ১ আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

১৬ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখে সকাল অনুমান ১১ ঘটিকার দিকে সেবা টেলিকমের এক বিক্রিয় কর্মীর সরল বিশ্বাসের সুযোগে সিএনজি গাড়ীর পিছনে রাখা ২৪ টি মোবাইল নিয়ে সিএনজি চালক পালিয়ে যায়।
উক্ত বিষয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু হলে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে সিএনজি গাড়ী শনাক্ত করে সিএনজি গাড়ীটি জব্দ করে ড্রাইভারকে চিহ্নিত করে।

পরবর্তীতে গত ১৯ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২০/১০/২১ খ্রিঃ অনুমান ১.৩০ ঘটিকার দিকে চকরিয়া থানা এলাকা থেকে উক্ত পলাতক আসামী (সিএনজি চালক) আমান উল্লাহ ছোটন (৩৫), পিতা- মৃত সাচী মিয়া, সাং- বদরখালী, (২ নং ওয়ার্ড), থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার
গ্রেফতারসহ আসামীর হেফাজত হতে চোরাইকৃত ২৪ (চব্বিশ) টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।