শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার সদর প্রতিনিধি,

অদ্য ৩ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ জাকির হোসেন খাঁন, পিপিএম এবং সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও অনুভুতির কথা কল্যাণ সভায় উপস্থাপন করেন। অতিরিক্ত ডিআইজি মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।

প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।