শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন (বুলেট) গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি,

অদ্য ২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন প্রকাশ বুলেট (২৩), পিতা-মৃত হানিফ, সাং-টেকনাইফ্যা পাহাড়, থানা কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করেছেন পুলিশ।

উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ৩ টি অস্ত্র, ৩ টি ডাকাতির প্রস্তুতি ও ১ টি চুরি মামলা সহ মোট ৭ (সাত) টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের কাজে সক্রিয় ছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।