শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-২

প্রকাশিত হয়েছে-

 

নিজস্ব প্রতিবেদক

অদ্য ৭ জানুয়ারি ২০২২ খ্রিঃ শুক্রবার রাত ১.১৫ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভাস্হ লালদীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১, তারেক (২০), পিতা- মোহাম্মদ হেলাল, সাং-আদর্শ গ্রাম ২, ইয়াসিন আরাফাত(১৭), পিতা- আব্দুর রহিম, সাং-জেলগেট থানা ও জেলা কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ০১(এক)টি এক নালা দেশীয় তৈরি এলজি বন্দুক ও ০১ (এক) রাউন্ড কার্তুজ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।