নিজস্ব প্রতিনিধি,
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ০২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল সহ দুইজন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।
গত ৩১ জানুয়ারি ২০২২ খ্রিঃ দিবাগত রাত ১.৪৫ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ উত্তর টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। শহিদুল ইসলাম প্রকাশ ভাগিনা(২৩), পিতা-নুরুল আবসার, সাং-পূর্ব মোহাজের পাড়া, ২। মোহাম্মদ আমির খান(২০), পিতা-হানিফ, সাং- আলমগীর টাওয়ার(গয়ম বাজার), থানা ও জেলা-কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ০২ টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ০৪(চার) টি ও আমির খান এর বিরুদ্ধে ০৫(পাঁচ) টি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামিদ্বয় মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।