মঙ্গলবার , ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির হাতে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি,

অদ্য ৪ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার রাত অনুমান ১২.৩০ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভা বৈইল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন (২৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-পাহাড়তলী থানা ও জেলা-কক্সবাজার তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে খুন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মামলা সহ মোট ০৬ (ছয়)টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় বিভিন্ন ছিনতাই কাজে সক্রিয় ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।