সমন কক্সবাজার।
কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানি করতেছে সুগন্ধা বীচে কিছু চা বিক্রেতা। তাই এই দোকান গুলিকে সরে জমি এসে তদারকি করতে হবে।টুরিস্ট হয়রানি বন্ধ করতে হবে।সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। কথিত কিছু লোক টাকা খেয়ে সুগন্ধা রাস্তার মাথাই এই দোকান গুলি বসাই দেওয়া হয়। তাই এই দোকানের জন্য মানুষ এর হাঁটা চলা কষ্ট হয়।ভ্রাম্যমান দোকানের জন্য বীচে সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে। অতীত জরুরী ভাবেই এই দোকান বসা বন্ধ করতে হবে। ভ্রাম্যমান দোকান বসার কোন অনুমতি নাই। তা শর্তেও দোকান গুলি বসে।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ , জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর,বীজ ম্যানেজমেন্ট কমিটি, বীচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি।