মঙ্গলবার , ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

কবি ফররুখ স্মরণে নকীবের আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 

  1. আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব এর আয়োজনে আজ ৪ জুন’২১ শুক্রবার সকাল ৯.০০ টায় রাজধানীর রামপুরায় আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জাগরণ ও মননের কবি ফররুখ শীর্ষক আলোচনা সভা ও মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

মাসিক নকীব সম্পাদক মুনতাছির আহমাদ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর সঞ্চালনায় ফররুখ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর দশকের কবি ও ছড়াকার আশরাফুল মান্নান।

নকীবের আলোচনা সভা ও সাহিত্য আসরে বক্তারা রেনেসাঁর কবি ফররুখ আহমাদ এর জন্ম ও শৈশবের স্মৃতি বিজড়িত বসতবাড়ির উপর দিয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনার নিন্দা জানান এবং একইসাথে সংশ্লিষ্টদের কাছে কবির পিতামাতার কবরসহ বসতবাড়ি সংরক্ষণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও সম্পাদক জনাব মাসউদুল কাদির, আলেম, লেখক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব ইডিটর আশরাফুল ইসলাম।

এছাড়াও নকীব পরিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন নকীব সম্পাদক মুনতাছির আহমাদ।