শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

করোনা জয় করলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।।। উখিয়া ভয়েস২৪ডটকম

প্রকাশিত হয়েছে-

মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার

 

মেক্সিকোর জোয়ান পেড্রো ২০১৭ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন তার দেহের ওজনের জন্য। ৩৪ বছরের এই যুবকে তখন ওজন ছিল ৫৯৫ কিলোগ্রাম। গালফ নিউজ জানিয়েছে, তিনি করোনাকেও জয় করেছেন তারই এই শরীরিক অবস্থার মধ্যেও।

করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় এখন তিনি করোনামুক্ত। এছাড়া চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন। বর্তমানে তার ওজন আগের তুলনায় এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি। করোনায় তার মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসত। ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।