শনিবার , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে ৬ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্যাস সিলিন্ডারের আগুনে ৯ পরিবারের ৬বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে দগ্ধ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আগুন লেগে নয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে শিকলবাহার ৬ নং ওয়ার্ডে ওয়াহিদ আলীর পুরান বাড়ি ফকিরা মসজিদ এলাকায়
এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমখল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়ির অনেকাংশ পুড়ে যায়।