শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় পাচারকালে জাটকা ও চাপিলা মাছ আটক

প্রকাশিত হয়েছে-

এইচ এম সাইফুল নূর
কলাপাড়া প্রতিনিধিঃ-

উপজেলার কুয়াকাটা নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ মন জাটকা ও তিন মন চাপিলা মাছ আটক করেছে।
বুধবার ভোর রাতে কলাপাড়া উপজেলার চাপলীবাজার স্ট্যান্ড থেকে চারটি ডোলে রাখা এ পরিমান মাছ জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।
কুয়াকাটা নৌ-পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ জানান, কাউয়ার চর সাগর মোহনা থেকে ট্রলারে করে মাছ শিকার করে অন্যত্র পাচারের জন্য রাতের বেলা চাপলী বাজারে এ মাছ নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিমান মাছ জব্দ করা হয় । জব্দ করা মাছ বুধবার দুপুরে কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা মাছের মূল্য আনুমানিক এক লাখ টাকা।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আপু সাহা জানান,
অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
##
এইচ এম সাইফুল নূর
কলাপাড়া
১২.১.২০২২