শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে চেয়ারম্যান কাপ-২০২১ টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

এইচ এম সাইফুল নূর, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ

 

সোমবার (০৮ মার্চ) বিকাল ০৩ ঘটিকায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট-২০২১ খেলার মোবাইল ফোনের মধ্যমে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। উদ্বোধনী খেলায় যে দল দু’টি অংশগ্রহন করেন, তুলাতলী তরুন একাদ্বশ ও লাল সবুজ বাজার একাদ্বশ। উক্ত খেলায় কোনো দলই গোল করতে পারেনি। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে কলাপাড়া উপজেলার তিন ইউনিয়ন বালিয়াতলী ইউনিয়ন, মিঠাগঞ্জ ইউনিয়ন ও লালুয়া ইউনিয়নের ১২টি দল অংশ নিবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার তারিখ এখনও প্রকাশ করেননি।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন এ বি এম হুমায়ুন কবির,চেয়ারম্যান বালিয়াতলী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি ছিলেন হেমায়েত উদ্দিন হিরন, চেয়ারম্যান মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ, তপন বিশ্বাস, চেয়ারম্যান লালুয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ দেলোয়ার হোসেন।