মঙ্গলবার , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুতুপালং উচ্চ বিদ্যালয়ের অতিথিগণদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটি, সাবেক শিক্ষক এবং সম্মানিত অতিথিগণদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজসহ শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অদ্য ৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১১ঘটিকার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মানিত অতিথিগণদের সম্মাননা প্রদান প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক নেতা জনাব ইমরুল কায়েস চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জাফর আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন, কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল হক খাঁন ও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি ও শিক্ষিকা রিতা বালা দে।

উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটি, সাবেক শিক্ষক এবং সম্মানিত অতিথিগণদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন, উখিয়া উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটি এবং সাবেক শিক্ষক এবং সম্মানিত অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা বিনিময় করে সম্মাননা ক্রেস্ট প্রদান করে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া আরো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত