শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-

কজল আইচ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হইবে।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক বৃন্দ।