নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্হতম শহর কোটবাজারের স্বনামধন্য বিপণি বিতান এন.আলম শপিং কমপ্লেক্স এর উত্তর দিকে,
বৃহত্তর পালং ইসলামী ছাত্র সংস্হার পাঠাগার/অফিস Office পালং রিচার্স একাডেমীর
২য় তলায় অবস্থিত মসজিদ সেই মসজিদের অজুখানার কাজের শুভ উদ্বোধন হয়েছে।
কক্সবাজার জেলার অন্যতম তাহফিজ সংগঠন তাহফিজুল কুরআন কল্যান সংস্থার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলীর তত্বাবধানে দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নির্মিত হচ্ছে।
ভবনটির দ্বিতীয় তলায় মডেল হেফজ খানা, নিচতলায় থাকবে মুসল্লিদের জন্য মানসম্মত ও অত্যাধুনিক অজুখানার ও শৌচাগার।
গতকাল দুপুরে এন.আলম শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও জমি দাতা জনাব নুরুল আলম, মাওলানা মুহাম্মদ আলী সহ মসজিদের ইমাম, মুসল্লী ও মার্কেটের ব্যবসায়ী বৃন্দের উপস্থিতিতে এই শুভ কাজের উদ্বোধন করা হয়।