সোমবার , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া পারভেজ`র সাথে কোন সম্পৃক্ত নেই জন প্রিয় মেম্বার মনজুর আলমের

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

কক্সবাজার সদরে চৌফলদন্ডী ৯নং ওয়ার্ডের জন প্রিয় মেম্বার মনজুর আলম এর নাম ও ছবি ব্যাবহার করে অপপ্রচার চালা‌নো ভুয়া ফেইসবুক আই‌ডির বিরু‌দ্ধে আই‌সি‌টি আই‌নে মামলা প্রক্রিয়াধীন, বি‌দেশি সংস্থার নাম ভা‌ঙ্গি‌য়ে কো‌টি টাকা নি‌য়ে লাপাত্তা হওয়া সেই পার‌ভেজ এর সা‌থে চৌফলদন্ডী ইউ‌নিয়‌নের ৯নং ওয়া‌র্ডের জন‌প্রিয় মেম্বার মনজুর আল‌মের নাম জড়ি‌য়ে ভুয়া ফেইসবুক আ‌ই‌ডি‌তে নানান ধর‌নের মিথ‌্যা তথ‌্য দি‌য়ে ছবিসহ অপপ্রচা‌রে লিপ্ত হ‌য়ে‌ছে।

যা মেম্বা‌রের জ‌ন্যে মানহা‌নিকর। ভুয়া স্ট‌্যাটাস‌টি জন‌প্রিয় মেম্বার মনজু‌রের দৃ‌ষ্টি‌গোচর হওয়ার সা‌থে সা‌থে ভুয়া ও মিথ‌্যা সংবা‌দের প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে এবং ভুয়া ফেইস বুক আই‌ডির বি‌রো‌দ্ধে আই‌সি‌টি আই‌নে মামলা করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। মনজুর আলম দা‌বি ক‌রেন তার জন‌প্রিয়তায় ঈর্ষা‌ন্বিত হ‌য়ে বি‌রোধীরা অপপ্রচা‌রে লিপ্ত হ‌য়ে‌ছে।

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারভেজ কো‌টি টাকা প্রতারনা ক‌রে লাপাত্তা। সে ঘর-মসজিদ, গভীর নলকূপ, মাদ্রাসাসহ বিদেশি সংস্থা মাধ্যমে করে দেওয়ার নামে প্রায় ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া সেই প্রতারকের সাথে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের জনপ্রিয় মেম্বার মনজুর আলমের কোন সম্পৃক্ততা নেই। প্রতার‌কের সা‌থে ভুক্ত‌ভোগী‌দের লেন‌দে‌নের কোন সম‌য়েও জ‌ড়িত না থাকা স‌ত্ত্বেও প্রতিপক্ষরা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে নানান ধর‌নের অপপ্রচার চালা‌চ্ছে।

ভুক্ত‌ভোগীরা পার‌ভে‌জের প্রতারণার সা‌থে মেম্বার‌কে জড়া‌নোর তীব্র প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন পার‌ভেজ মস‌জিদ, মাদ্রাসা, টিউবও‌য়েলের নাম ভা‌ঙ্গি‌য়ে কো‌টি টাকা নি‌য়ে এখন লাপাত্তা। এর সা‌থে মেম্বার‌কে কে‌নো জড়া‌নো হ‌চ্ছে তা কোন ভা‌বেই বোধগম‌্য নই কা‌রো। তারা আ‌রো ব‌লেন মনজুর মেম্বার জনপ্রতি‌নি‌ধি হি‌সে‌বে তা‌দের‌কে আই‌নি সহ‌যোগীতা করার আশ্বাস দি‌য়ে‌ছেন।

মনজুর মেম্বার ব‌লেন দরকার বশত পার‌ভেজ‌কে আই‌নের মাধ‌্যমে খো‌জে বের ক‌রে তার এলাকা থে‌কে আত্মসাৎ করা কো‌টি টাকা উদ্ধা‌রে সকল ভুক্ত‌ভোগী‌কে জনপ্রতি‌নি‌ধি হি‌সে‌বে সব ধর‌নের সহ‌যোগীতা কর‌বেন।