বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কোভিড-১৯ ভ্যাকসিন এর টিকা নিয়েছেন বিরামপুরের মানুষ ৭৩ শতাংশ

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধ,

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলার মোট
জনসংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯৯৯ জনের মধ্যে ৭৩.৬৩% মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন
গ্রহণ করেছেন।

বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, বিরামপুর উপজেলায় মোট জনসংখ্যা অনুযায়ীটিকা গ্রহণ করেছেন ৭৩.৬৩% তনমধ্যে চলতি সপ্তাহে সাধারণ টিকা ১ম ডোজ টিকা
প্রদান করা হয় ১ লক্ষ ২৯ হাজার ২৯৮, ফাইজার টিকা (ছাত্র-ছাত্রীদের) মধ্যে১৯ হাজার ৪৪৪ জনের মাঝে। সর্বমোট এ উপজেলায় টিকা প্রদান করা হয়েছে ১ লক্ষ৪৮ হাজার ৭৪২ জনকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল বলেন,
কোভিড-১৯ (করোনা) সংক্রামন বাড়তে থাকায় গত ২বছরে বিশ্বব্যাপী কোভিড-১৯
করোনার ধরন বহুভাবে পরিবর্তন হয়েছে। সর্বশেষ আমাদের দেশে করোনার নতুন ধরনওমিক্রম পাওয়া গেছে সাথে বাড়ছে সনাক্তের হার স্বাস্থ্য মন্ত্রনালয় থেকেভ্যাকসিন দেওয়া শুরু হলে বিরামপুরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে
পাশাপাশি ৩য় ডোজ বুস্টার টিকা নিতে হাসপাতারে প্রতিনিয়ত ভীর বাড়ছে।আমাদেরকে আরো সচেতন হতে হবে নিয়মিত মাক্স ও হান্ড স্যানিটাজার ব্যবহার
করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শ্যামল কুমার রায়
বলেন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের কর্মসূচীতেআমরা ভালো সাড়া পেয়েছি। আমারা খুব দ্রুত টিকা কর্মসূচীর লক্ষ্যে পৌছে
যাবো। এ পর্যন্ত আমরা প্রায় দেড় লক্ষাধিক মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি।