
খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য হ্রাসসহ ৮দফা দাবী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার
মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত, পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়ক মেরামত সহ ৮দফা আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি রবিউল হাসান মামুন।
আজ ৩ এপ্রিল ২০২২ রবিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের স্টেশন চত্ত্বরে রমজানকে আহ্বান জানিয়ে স্বাগত মিছিলে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি চক্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত মুসলিমদের জুলুমের শিকার বানায়, তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরি করে। পবিত্র মাসে অশ্লীলতা ছড়িয়ে শৃঙ্খলিত মুমিনদের অপবিত্র করে। এ কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিরোধ করতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
১. আল-কুরআনুল কারীম পড়ুন, অনুধাবন করুন। এর আলোকে জীবন ও সমাজ গঠনে শিক্ষার সর্বস্তরে আল-কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
২. খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নায্যমূল্য নিশ্চিত করতে হবে। পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।
৩. দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন।
প্রয়োজনে বিধর্মী ভাইদের জন্য নির্দিষ্ট
(প্রশাসন বা জনপ্রতিনিধি ধারা) স্হানের ব্যবস্হা করুন।
৪.ইসলামে হারামকৃত সকল পাপের রাজ মদ-কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে।
৫. টেকনাফ থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত মহাসড়কের অতিদ্রুত মেরামত করতে হবে।
৬. স্থানীয় ব্যবসায়ীরা রমজান উপলক্ষে সল্প-লভ্যে পূণ্যের নিয়তে পণ্য সরবরাহ করুন।
৭. গান-বাজনা সহ সকল অসামাজিক কর্মকাণ্ড বন্ধ রাখুন।
৮. রমজানে গাড়িভাড়া সীমিত করুন।