নিউজ ডেস্ক,
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার বিষয়ে কর্মসূচি ও এ ব্যাপারে দলের অবস্থান নেতাদের সামনে তুলে ধরতে যৌথ সভা ডেকেছে বিএনপি।
আজ বুধবার দুপুর ১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় সভাপতিত্ব করবেন।
সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের বিষয়ে যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক ও সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব।
দলীয় সূত্র বলছে, যৌথ সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে।
সূত্র : আজকের পত্রিকা