শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

খুনিয়া পালং ৮ নং ওয়ার্ডে বিপুল ভোটে বিজয় মেম্বার কবির আহমদ

প্রকাশিত হয়েছে-

জয়নাল আবেদীন জয় :- 

সারাদেশের ন্যায়ে গতকাল ১১.১১.২১ ইংরেজি রোজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ১১ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন।

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অদ্য তারিখে মেম্বার পদ-প্রার্থী ছিলেন ৭ জন। যথাক্রমে -কবির আহমদ (ফুটবল) ৪০৭ ভোট, ফকর উদ্দিন (তালা) ৩৩০ ভোট, রিয়াজ উদ্দিন (মোরগ) ৩১৮ ভোট, ওসমান গনি (টিউবওয়েল) ২৩৮ ভোট, ছৈয়দ আলম সোলতান (বৈদ্যুতিক পাকা) ১৬৭ ভোট, মিজানুর রহমান (লাটিম) ৭৪, শফি উল্লাহ (আপেল) ০৭ ভোট।

অদ্য নির্বাচনে খুনিয়া পালং ৮ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয় জনগণের মনোনীত ফুটবল মার্কার মেম্বার পদ-প্রার্থী জনাব কবির আহমদ।

বিজয়ী প্রার্থী কবির আহমদ বলেন, আমি আমার নির্বাচনি এলাকার জনতার ভালবাসা ও পরিশ্রমের মাধ্যমে নির্বাচিত হয়েছি, তাই আমিও আগামী ৫ বছর জনগণের জন্য উদার মনে কাজ করে এলাকার উন্নয়ন করে যাবো।