রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,
বগুড়ার গাবতলি মডেল থানা পুলিশ ইংরেজি ৮ মাচ বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে গাবতলী পৌরসভার গোড়দহ মধ্যপাড়া মাঠের মধ্যে মকবুলের শ্যালো মেশিনের ঘর থেকে আসামি ১) মিলন সরদার (৩৫) পিতা মৃত শায়েদ আলী ২) সুমন (৩৩) পিতা টুকু প্রামানিক (৩) আইনুর (৪০) পিতা মৃত আবুল হোসেন সর্ব শাকিন: গোড়দহ উত্তরপাড়াদের ১৬২ নেশাজাতীয় লোপেন্টা ট্যাবলেট, নগদ ৪২০ টাকা, তিনটি মোবাইল ও মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করে। আসামিরা জানায় এলাকার কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী র নিকট থেকে প্রতিটি ট্যাবলেট ৮০ টাকা করিয়া ক্রয় করে ও বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।