শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাবতলীতে ১৪ টন চোরাই রডসহ ব্যবসয়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

রাকিব মাহমুদ ডাবলুঃ- স্টাফ রিপোর্টার,

বগুড়ার গাবতলির কাগইল বাজার থেকে ১৪ টন চোরাই রডসহ সজ্জাদুর রহমান রানা নামের এক ব্যবসায়ীকে গাবতলি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গাবতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে ১৪ মাচ দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কাগইল ইউনিয়নের কাগইল বাজারে
রক্ষিত সাজ্জাদুর রহমান রানার দোকান থেকে চোরই ১৪ টন রড উদ্ধার করা হয়।

এব্যপারে গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সাথে যোগাযোগ করহলে তিনি জানান, গাবতলি উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের একজন ট্রাক ড্রাইভার ঢাকা থেকে ১৪ টনরড নিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যাওয়ার কথা। ড্রাইভার তা না করে ১২ লাখ ৬০ হাজার টাকার রড, ৯ লাখ ৮০ হাজার টাকায় রডগুলো গাবতলি উপজেলার কাগইল বজারে রানার দোকানে ১২ মাচ বেচে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে রডগুলো উদ্ধার করাহয়।

চোরাই রডকেনার দায়ে ব্যবসায়ী সজ্জাদুর রহমান রানাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুুতি চলছে।