সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাবতলীতে ৩০ টাকা কেজি দরে এম.এস এর চাল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার রাকিব মাহমুদ ডাবলু

বগুড়ার গাবতলী পৌরসভাধীন পুরান বাজার, তরফসরতাজ ও গোরদহ গ্রামে নিম্ন আয়ের মানুষদের মাঝে এম.এস এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তরফসরতাজ এলাকায় ৩০টাকা কেজি দরে মাথাপিছু ৫কেজি করে এম.এস এর চাল বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু সম্রাট খান, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, পৌর আ.লীগের সভাপতি (ডিলার) আজিজার রহমান পাইকার, গাবতলী সদর খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদুল ইসলাম, গোরদহের এম.এস ডিলার মোস্তাফিজার রহমান, ট্যাগ অফিসার উপ-সরকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ও পুরান বাজারের ডিলার জাফরু পাইকার, ট্যাগ অফিসার উপ-সরকারী কৃষি কর্মকর্তা আ: হান্নান প্রমুখ।