রবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গাবতলী থানা পরিদর্শন ও পুকুরে পোনা মাছ অবমুক্তকালে এসপি সুদীপ

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্ট রাকিব মাহমুদ ডাবলু

সোমবার ৮আগস্ট বগুড়ার গাবতলী মডেল থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। প্রধানমন্ত্রীর ঘোষিত অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে পুলিশ কর্তৃক থানা চত্বরে রোপন করা বিভিন্ন জাতের সবজী চারা গুলো তিনি (এসপি) ঘুরে দেখেন। এ ছাড়া জনগনের সেবা করতে মডেল থানার নানা কার্যক্রম তিনি পরিদর্শন করে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর আগে মডেল থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। পরিদর্শন করে গাবতলী মডেল থানার সার্বিক বিষয়ে তিনি (এসপি) সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সার্কেল সহকারী পুলিশ সুপার নেয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ অফিসারগণ ও পুলিশ সদস্যবৃন্দ।