বৃহস্পতিবার , ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে= আল্লামা মামুনুল হক

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

 

শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে ৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠিা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি ৷ এই সাহসী জনতাকে স্বশ্রদ্ধ সালাম ! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নির্যাতনের দৃশ্য জাতি দেখেছে ৷ বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে ৷ এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক ৷ দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপের প্রতীক্ষায় রইলাম ৷