নিজস্ব প্রতিবেদক
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ১.৩০ ঘটিকার দিকে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও উখিয়া বালুখালী সংলগ্ন মৈত্রীময় এশিয়ান হাইওয়ে রোড মহাসড়কটি দোহাজারী হইতে ঘুমধুম রেললাইন প্রকল্পের স্থান পরিদর্শন করেন রেল মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এডভোকেট নুরুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের দুই দুইবার নির্বাচিত সাবেক সাংসদ জনাব আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনপ্রমুখ।
এসময় মন্ত্রী মহোদয় বলেন দ্রুত সময়ের মধ্যে রেললাইনের কাজ শুরু হবে বলে জানান।