শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গ্রেনেডসহ গ্রেফতার হওয়া জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

২০১৮ সালে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে ১০টি তাজা গ্রেনেডসহ গ্রেপ্তার জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে (২২) সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই রায় দেন। দণ্ডিত জনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা সরকার বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ বলেন, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাটের শুভপুর বাস স্ট্যান্ডের মিনু ভবন থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারসহ রকিবুল হাসানকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ ঘটনায় তার বিরদ্ধে দায়ের করা মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সন্ত্রাস দমন আইনের ৬ (২) ধারায় আসামীকে ৫ বছর ও ৮ ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।