বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে লেভেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় ট্রেনের নিচে পড়ে একটি অটোরিকশা চুরমার হয়ে দুইজন নিহত হয়েছেন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আজ (০৪ ডেসেম্বর ২১)শনিবার সকাল ১১টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।
নিহতদের একজন মনির হোসেন (৪০) চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল। অন্যজন বাহাউদ্দিন আহমেদের (৩০) বাড়ি পাঁচলাইশে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেইট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল।

ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।