সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় উভয় সংস্থার চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেবের সভাপতিত্বে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে
আন্তর্জাতিক কেরাত সম্মেলন” ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে ডিসেম্বর বুধবার বিকাল ০৩ টা থেকে আরম্ভ হয়ে রাত ১২ টা পর্যন্ত দেশ ও বিদেশি ক্বারী সাহেবানরা সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত করেছেন,

এতে তিলাওয়াত করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী শাইখ সালাহ মুহাম্মদ সোলাইমান (মিশর) শাইখ কারী রজাঈ আইয়ুব (তানজানিয়া) শাইখ কারী ঈদী শাবান (তানজানিয়া) শাইখ কারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুৱুনকী (মিশর) শাইখ কারী ইদ্রিস আবিদা (তানজানিয়া) শাইখ কারী মাসুদ শাহাত মুহাম্মদ (ইন্দোনেশিয়া) সহ দেশীয় খ্যাতিমান কারী সাহেবান।

উক্ত কারী সাহেবানদের সুললিত কন্ঠের তিলাওয়াতের সুরের মূর্ছনায় পুরো আন্দরকিল্লা এলাকাজুড়ে আল্লাহু আকবরের ধ্বনিতে প্রকম্পিত হয়।
উপস্থিত ছিলেন, কাউন্সিলর, সাংবাদিক, গবেষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় হাফেজ-আলেম, মুফতি, মুহাদ্দিসসহ সর্বস্তরের কুরআনপ্রেমী মুসলমান।

পরিশেষে দেশ-জাতির কল্যাণ, সকল প্রকারের মহামারি ও দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ কামনায় হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেবের মোনাজাতের মাধ্যমে কেরাত সম্মেলনের সমাপ্তি হয়।