রবিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বাঁশখালীতে অর্ধশত দুস্থ পরিবারকে ইশা’র ফুড প্যাক বিতরণ

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

অদ্য ৫ মে-২১ ইং সকাল ১০ টায় বাঁশখালী জলদিতে “ইশার সাথে গড়ে উঠুক মানবিক বাংলাদেশ” পতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ফুড প্যাক’ বিতরণের ব্যবস্থা করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন বাঁশখালী থানা শাখা।

ইশা’র উদ্যোগে বাঁশখালী উপজেলাস্থ জলদি পৌরসভায়
প্রথম ধাপে অর্ধশত দুস্থ পরিবারকে ‘ফুড প্যাক’ বিতরণ করে তারা।
এতে অসহায় পরিবারের মাঝে ফুড প্যাক তুলে দেয় ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা দক্ষিণের দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্বাস উদ্দিন, বাঁশখালী থানা শাখার সভাপতি ছাত্রনেতা মুজাহিদ ফারুক, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তামিম, অর্থ সম্পাদক হাবীবুল্লাহ সাদেকী , ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী পৌরসভা সভাপতি ছাত্রনেতা অাতাউল্লাহ মুহাম্মাদ ইয়াসীন প্রমুখ।

ইশা’র বাঁশখালী থানা সভাপতি বলেন, অামাদের স্বামর্থ অনুযায়ী অামরা গরীব-দুঃখীদের পাশে দাঁড়াচ্ছি। অামাদের কাজ অব্যাহত থাকবে ইনশাঅাল্লাহ।

তিনি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ব্যক্ত করেন।